এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হল ঘোষপুকুর, জ্বলল ৪ টি ডাম্পার !
BAHRS GLOBAL NEWS, 30 JUL 2020 এমডি রেমাজুল , শিলিগুড়ি : বুধবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন কুচিয়াজোত বাজার এলাকায় এক পথ দুর্ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসি ৪টি ডাম্পার আগুন জ্বালিয়ে দিলেন। ডাম্পারের ধাক্কায় ওই এলাকার বাসিন্দা প্রেমজিত সিংহ (৩৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়।
এদিন ১টি ডাম্পার আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ঘটনায় ৩টি ডাম্পার সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনা স্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত লামা।
প্রথমে মাটিগাড়া থেকে দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। কিন্তু ততক্ষনে ডাম্পার গুলো পুড়ে ছাই। ঘটনাস্থলে পৈঁছে যায় দার্জিলিংয় গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্ত। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে আগুন ধরানোর আগেই প্রতিটি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পরিস্থিতি বুঝে পালিয়ে যায়।