বিশ্বজিৎ মন্ডল, গাজোল : বৃহস্পতিবার সকালে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে একটি যাত্রীবাহী গাড়ি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এক পথচারীকে পিষে দিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে।
গাছে ধাক্কা মারার আগে এক পথচারী এক মহিলাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। ঘটনার পরই স্থানীয় বাসীন্দারা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে।
প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় ১০ জনকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটে গাজোল বামনগোলা পূর্ত সড়কে মাঝরা ডাঙ্গাপাড়া এলকার। মৃতদের নাম ৫৫ বছর বয়েসি বিশাখা বর্মন ও ৫৫ বছর বয়েসি সুশীল মাহাতো।