অমিত শর্মা, নয়া দিল্লি : মানবিকতার নজির গরলেন ইন্সপেক্টর শীর্ষা। তিনি শ্রীকাকুলামে নিজের কাঁধে নিয়ে এক বৃদ্ধার মৃত দেহকে কিলোমিটার রাস্তা পার করাল। নিজের মেয়ে থাকলেও যা হয়ত করতেন না তাই করলেন অন্ধ্রপ্রদেশে পুলিশের মহিলা কর্মী পুলিশের৷ শীর্ষা শ্রীকাকুলামের কাশিবুগ্গা পুলিশ স্টেশনে কাজ করেন সাব ইন্সপেক্টরের৷
প্রবল ঠাণ্ডায় রাস্তায় পোশাক ছাড়া নগ্ন অবস্থায় মৃত অবস্থায় পড়েছিলেন এক বৃদ্ধ৷ সাব ইন্সপেক্টর শীর্ষা খবর পান একজন পরিচয়বিহীণ বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে রয়েছে৷ সেখানে পৌঁছে শীর্ষা স্থানীয়দের অনুরোধ করেন যাতে মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া যায়৷
যখন কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না তখন ওই মহিলা পুলিশ কর্মী নিজের কাঁধে ওই বৃদ্ধের মৃতদেহ তুলে নেওয়ার ব্যবস্থা করেন৷ শীর্ষাকে এইভাবে মৃতদেহ তুলে নিতে দেখে কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দেন৷
এরপর তারা স্থানীয় একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থার সহযোগিতায় দাহকার্য শেষ হয়৷ তেলেঙ্গানা রাজ্য পুলিশ তাঁকে ধন্যবাদ দিয়ে ট্যুইট করেছে , ‘স্যালুট ম্যাডাম, আপনি যে পেশা বেছেছেন ,যে ইউনিফর্ম পরেন তাঁর জন্য গর্ব অনুভব করি৷ আপনার সার্ভিসের জন্য কৃতজ্ঞ৷
I am no longer sure the place you are getting your info, but good topic.
I must spend a while finding out much more or working out more.
Thanks for great info I was searching for this information for my mission.