সুষ্মিতা পান্ডে, নয়াদিল্লি : গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রামিত হলেন ১৭ হাজার ৩৩৬ জন। গতকাল স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা ছিল ১৩ হাজার ৩১৩। এবং সক্রিয় রোগীর সংখ্যা ৮৪ হাজারের কাছাকাছি ছিল। আজকের রিপোর্টে তা বেড়ে হয়েছে ৮৮ হাজার ২৮৪, যা মোট সংক্রমণের ০.২০ শতাংশ। দৈনিক করোনা সংক্রমণের হার ৪.৩২ শতাংশ।
মৃতের সংখ্যা বেশ কিছুটা কমেছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ৩৮ থেকে কমে ১৩। দেশে এখন পর্যন্ত ৫ লক্ষ ২৪ হাজার ৯৫৪ জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন।
২৪ ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার২৯ জন। আগের দিন এই সংখ্যা প্রায় ১১হাজার ছিল। সুস্থতার হার ৯৮.৬০ শতাংশই রয়েছে। এখন পর্যন্ত ৪ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৬ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৭৭ লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। মুম্বাইয়ে করোনা সংক্রামিত হয়েছেন ২ হাজার ৪৭৯ জন।