সুজন সরকার, গোয়ালপোখর : দুষ্কৃতকে ধরতে এসে গোয়ালপোখরে দুষ্কৃতিদের হাতে মৃত্যু হল এক বিহার পুলিশ সাব ইন্সপেক্টারের। ঘটনা স্থল থেকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎক তাকে মৃত বলে ঘোষনা করে।
মৃত দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আগামী ২২ মার্চ ভোট গ্রহন তাঁর আগে এই ঘটনায় এলকায় চাঞ্চল্য। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।