এই মুহুর্তের বড় খবর : এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টার বিকাশ দুবে !
BAHRS GLOBAL NEWS, 10 JUL 2020
নিজস্ব সংবাদদাতা, কানপুর : কানপুরের দাগী গ্যাংস্টার বিকাশ দুবে এদিন এনকাউন্টারে মারা গিয়েছে। এদিন মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কানপুরে তাকে আনা হচ্ছিল। শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের ৷
অপহরণ,খুন, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা বাধানো-সহ ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে। উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে বিকাশ দুবেকে খুঁজতে গিয়ে ৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। এরপর বিকাশ নিজের ডেরা বিক্রুগ্রাম ছেড়ে পালায়।
Kanpur: One of the vehicles of the convoy of Uttar Pradesh Special Task Force (STF) that was bringing back #VikasDubey from Madhya Pradesh to Kanpur overturns. Police at the spot. More details awaited. pic.twitter.com/ui58XBbd82
— ANI UP (@ANINewsUP) July 10, 2020