প্রশান্ত জানা , খড়গপুর : খড়গপুরের অতুলমনি স্কুলের কাছে হঠাৎ উল্টে গেল বিদেশি মদ ভর্তি একটি টেম্পো গাড়ি। এরপর স্থানিয়রা করোনা বিধিকে শিকেয় তুলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে বোতল কুড়োতে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাগ্রস্ত ম্যাটাডোরের গাড়ির চালককে উদ্ধার তো দুরে থাক ফিরেও তাকানোর সময় ছিলনা তাঁদের।

অতিরিক্ত মাল বোঝাই থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করছে স্থানীয় টাউন থানার পুলিস। মদ কুড়োতে এতোটাই ভিড় পড়ে যায় যে ট্রাফিক জ্যাম হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে শেষে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।