উদ্বেগ বাড়িয়ে নতুন করে দক্ষিণ দিনাজপুর জেলায় কোভিড আক্রান্ত ৩৯ !
BAHRS GLOBAL NEWS, 15 JUL 2020 লক্ষী শর্মা, দক্ষিণ দিনাজপুর : নতুন করে কোভিড-১৯ সংক্রামণের থাবা দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলায় ফের নতুন করে একদিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৩৯ জনের শরীরে। এরি সাথে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছল ৪৫০। পাশাপাশি মোট আক্রান্তদের মধ্যে ২৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন করে যাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের কোভিড হাসপাতালে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ১১ জুলাই আক্রান্তদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদায় পাঠানো হয়েছিল এরপরেই ৩৯ জন করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলায় যে নতুন করে ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
এর মধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই করীনা সংক্রামিত হয়েছেন ১৮ জন। বালুরঘাট গ্রামীণ এলাকায় ১ জন । এছাড়া বুনিয়াদপুরে ৪ জন, কুমারগঞ্জে ৬ জন, হিলিতে ২ জন, কুশমন্ডিতে ৩ জন, হরিরামপুরে ৪ জন সহ গঙ্গারামপুরে ১ জন করোনায় আক্রান্ত।