উদ্বেগ বাড়িয়ে নতুন করে দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা সংক্রামিত ১২০ জন ! জেনে নিন
লক্ষী শর্মা, দক্ষিণ দিনাজপুর : রবিবার নতুন করে দক্ষিণ দিনাজপুর জেলায় ১০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের ২১ ও ২২ অগাস্ট সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়ে ছিল বলে জানায় স্বাস্থ্য দপ্তর । কিন্তু আরো ১৮ জনের অ্যান্টিজেন টেস্ট ও ট্রুনাট মেশিনে লালার নমুনা পরীক্ষার মাধ্যমে তাঁদের সংক্রমণ ধরা পড়েছে।
রবিবার যে ১০২ জনের জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তার মধ্যে বালুরঘাট শহরে ১২ জন, বালুরঘাট ব্লকে ১৩ জন, এছাড়াও কুমারগঞ্জ ব্লকে ২৪ জন, তপন ব্লকে ৪ জন, হিলি ব্লকে ৪ জন, গঙ্গারামপুর শহরে ৯ জন, গঙ্গারামপুর ব্লকে ৭ জন, বুনিয়াদপুরে ২ জন, বংশীহারি ব্লকে ৫ জন, কুশুমণ্ডি ব্লকে ১৫ জন সহ হরিরামপুর ব্লকে ৭ জন সংক্রামিত হয়েছেন বলে জানা গিয়েছে।
রবিবার সব নিয়ে মোট ১২০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ৪০ জন করোনাকে জয় করে বাড়ি ফিরল। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৪৬ জন। সুস্থ হয়েছেন ২১০৪ জন।