উত্তরবঙ্গের কোন জেলায় করোনায় আক্রান্ত কত, সুস্থই বা মৃত কত দেখে নিন !
BAHRS GLOBAL NEWS, 17 JUN 2020 পিয়ালী সিনহা, কলকাতা : করোনার ভয়াবহতার মধ্যে কিছুটা স্বস্তি খবর দিল স্বাস্থ্যকর্তারা। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী, গোটা উত্তরবঙ্গে করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৪ জন।
করোনা মানেই যে মৃত্যু নয় ও সংক্রামিত হলেও যে সুস্থ হয়ে বাড়ি ফেরা যায়, সেই তথ্যই এখন তুলে ধরতে চাইছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গে করোনায় সংক্রামিত হয়েছেন ১৫৫৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২৯ জন।
করোনার ভয়াবহতার মধ্যে কিছুটা স্বস্তি খবর দিল স্বাস্থ্যকর্তারা। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী, গোটা উত্তরবঙ্গে করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৪ জন।
দেখে নিন পরিসংখ্যান
জেলা : আলিপুরদুয়ার আক্রান্ত ১০২ মৃত ০ সুস্থ ৩৩ চিকিৎসাধীন ৬৯
কোচবিহার : আক্রান্ত ২৮৩ মৃত ০ সুস্থ ২১২ চিকিৎসাধীন ৭১
দার্জিলিং : আক্রান্ত ২২২ মৃত ৪ সুস্থ ১০৮ চিকিৎসাধীন ১১০
কালিম্পং : আক্রান্ত ৪৬ মৃত ১ সুস্থ ২৪ চিকিৎসাধীন ২১
জলপাইগুড়ি : আক্রান্ত ২৫৫ মৃত ০ সুস্থ ১১৪ চিকিৎসাধীন ১৪১
উত্তর দিনাজপুর : আক্রান্ত ২২৮ মৃত ০ সুস্থ ২০৪ চিকিৎসাধীন ২৪
দক্ষিণ দিনাজপুর : আক্রান্ত ৮১ মৃত ০ সুস্থ ৩৫ চিকিৎসাধীন ৪৬
মালদা : আক্রান্ত ৩৩৮ মৃত ০ সুস্থ ১৯৯ চিকিৎসাধীন ১৩৯
was super nice looking.
1xbet зеркало на сегодня