উতপ্ত ভূস্বর্গ, পাকিস্তানি সেনার গোলা বর্ষণে শহিদ হল ভারতীয় দুই সেনা জওয়ান !
অমিত শর্মা, নয়া দিল্লি : ফের কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাকিস্তানি সেনার গোলা বর্ষণে শহিদ হয়েছেন ভারতীয় সেনার দুই জওয়ান। জানা গিয়েছে পুঞ্চের এই ঘটনায় রাইফেলম্যান সুখবীর সিং এবং নায়েক প্রেম বাহাদুর খতরি শহিদ হয়েছেন। জানা গিয়েছে বিনা প্ররোচনাতেই এদিন সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছিল পাক সেনা।
এদিকে পাকিস্তান সেনার হামলায় অন্য এক জখম জওয়ানের মৃত্যু হল আজ৷ পুঞ্চে পাকিস্তান সেনার হামলায় জখম হন তিনি৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন, সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ফের বিনা প্ররোচনায় গুলি চালায় সেদেশের সেনা৷
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়, ‘আমাদের জওয়ানরা পালটা গুলি চালান৷ জখম হন সুবেদার সতন্ত্র সিং৷ শুক্রবার তাঁর মৃত্যু হয়৷’ তিনি আরও বলেন, ‘সুবেদার সতন্ত্র সিং একজন সাহসী ও বীর জওয়ান ছিলেন৷ দায়িত্বে অবিচল থেকে দেশের প্রতি এই ত্যাগের জন্য তাঁকে সবাই সর্বদা মনে রাখবে।’
অপর এক ঘটনায় ২৬ নভেম্বর শ্রীনগরে একটি জঙ্গি হামলায় শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান। ৩৭০ ধারা বাতিলের পর ২৮ নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে প্রথম জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন।