ইরান ও চিন মার্কিন সংঘাতের মধ্যেই আফগানিস্তানে আকাশ পথে তালিবানকে লক্ষ্য করে মার্কিন হামলা!
BAHRS GLOBAL NEWS, 06 JUN 2020 নিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি : ইরান মার্কিন সংঘাত ও চিন মার্কিন সংঘাতের মধ্যেই আফগানিস্তানে তালিবানকে লক্ষ্য করে এবার আকাশপথে হামলা শানালো আমেরিকা। পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করেছে সাম্প্রতিক হামলার জেরে।
পশ্চিম ও দক্ষিণ আফগানিস্তানে মার্কিন সেনার প্রবল আক্রমণের জেরে তালিবান ঘাঁটিতে বড় ধাক্কা। মার্কিন বনাম তালিবান সংঘাত ও শান্তি চুক্তির মাঝে এই হামলা।
মার্কিন সেনার তরফে সাফ জানানো হয়েছে, তালিবানরা যেভাবে মআফগানিস্তান পুলিশের ওপর হামলা চালাচ্ছে, তার বদলা নিতেই এই হামলা। এর আগে তালিবানের হামলায় ১০ আফগান পুলিশ মারা যায়।
মার্কিন সেনার তরফে দাবি করা হয়েছে, ২৫ জন তালিবান বিদ্রেহী মিলে আফগানিস্তানের দক্ষিণ দিকে একটি বোমা বিস্ফোরণে হত্যা করে পুলিশদের। রাস্তার ধারে রাখা বোমার আঘাতে ১০ জন আফগান পুলিশকর্মী মারা যান।
মার্কিন সেনার হামলায় এদিন ১৩ জন তালিবান সদস্য মারা গিয়েছে। এমনই তথ্য জানা গিয়েছে আফগানিস্তানের তরফে। যদিও পরিস্থিতি নিয়ে বিশদে জানাতে নারাজ আফগানিস্তান।