তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : সকাল ১১টার নাগাদ মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসের ৮ তলার কার্নিসে উঠে বসে আছে রোগী। এই দৃশ্য দেখে হাসপাতালের নীচে ভিড় জমেযায়। হাসপাতাল সূত্রে খবর, সকালে এক জন রীগী কম দেখে খোঁজাখুঁজি শুরু করে হাসপাতাল কতৃপক্ষ।

এরপরেই দেখতে পান কার্নিসে বসে রয়েছে ওই রোগী। ঘটনা স্থলে দমকলের হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে তাঁকে নামানোর চেষ্টা করছেন। কিন্তু ল্যাডারটি তার কাছে গেলে হুমকি দিচ্ছে ঝাঁপ দেবার। হাসপাতাল কর্মীরাও ওই রোগীকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।