পিঙ্কি শর্মা, নয়াদিল্লি ও অসম : ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে দেশের বিভিন্ন রাজ্য। অসমে এখন বন্যা পরিস্থিতি। টানা বর্ষণে ও ধসে বিপরত্যস্ত অসমের বিস্তীর্ণ এলকা। অসমের ডিমা হাসাও এলকায় রাস্তা ও রেললাইনের একাংশও প্রবল বৃষ্টিতে ধসে গিয়েছে। এর জেরে ১৭টি ট্রেন পুরোপুরি অথবা আংশিকভাবে বাতিল করা হয়েছে। রেললাইন ও রেলব্রিজের একাংশ ধসে গিয়েছে প্রবল বর্ষণের জেরে। ৭৬ কিমি এলকায় অন্তত ২৬ জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ ও রেললাইন।
এদিকে বিভিন্ন যায়গায় বাসিন্দারা আটকে পড়েছেন দুর্যোগ কবলিত এলকায়। বাস ও হেলিকাপ্টার করে তাদের উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসমের উপর দিয়ে যাওয়া সমস্ত জাতীয় সড়ক ও অধিকাংশ রাজ্য সড়ক বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলকায় লোডশেডিং হয়ে গিয়েছে। ইন্টারনেটেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধসের কারনে রবিবার মৃত্যু হওয়া ৩ জনের দেহ উদ্ধার হয়েছে।

নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, শিলচর -গুয়াহাটি পুয়াসেঞ্জার ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে পরেছে। সেখান থেকে ১২৪৫ জন যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। কয়েকজন হেঁটে একটি ভাঙা ব্রিজ পেরিয়েছেন। অন্তত ২০০ জনকে এয়ার লিফট করে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে।