আনলক ৩-এর নির্দেশিকা জারি কেন্দ্রের,ছার কোন কোন ক্ষেত্রে,কী কী খুলছে আর খুলছে না ! দেখে নিন
BAHRS GLOBAL NEWS, 29 JUL 2020 পিয়ালী সিনহা, নয়া দিল্লি : করোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে দেশে। এই আবহে শেষ হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের আনলকের মেয়াদ। সেই আবহেই এবার তৃতীয় পর্যায়েন আনলকের বিষয়ে নির্দেশিকা জারি করে বেশ কিছু বড় ঘোষণা করল কেন্দ্র। গত ২৪ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ১ জুন থেকে শুরু হয়েছিল আনলক পর্ব। আর ১ অগস্ট থেকে শুরু হচ্ছে আনলক-৩। সেই পর্বে কী কী বিষয়ে শিথিলতা থাকছে, দেখে নিন।
দেশজুড়ে স্কুল কলেজ ও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। অনলাইন পড়াশোনার ওপর জোর দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম মেনে যাবতীয় সাবধনতা অবলম্বন করে স্বাধীনতা দিবস পালন করা যেতে পারে।
সামাজিক দূরত্বের বিধি বজায় রেখে জিম ও যোগ ইনস্টিটিউট খোলা যাবে ৫ অগাস্ট থেকে।
দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর এবার বন্দে ভারতের বাইরে আন্তর্জাতিক বিমান পরিষেবা ধাপে ধাপে চালু করা হবে। তবে উড়ান সংস্থাকে মেনে চলতে হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা।
কন্টেইনমেন্ট জোনে লকডাউন চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।
মেট্রো রেল পরিষেবা, সিনেমা হল, পার্ক, থিয়েটার, খেলাধুলোর স্টেডিয়াম, রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধই থাকবে।
আন্তঃরাজ্য এবং অন্তঃরাজ্য যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। পণ্যবাহী ট্রাক চলাচলেও ছাড় থাকছে। প্রতিবেশি দেশের সঙ্গেও পণ্যবাহী ট্রাক চলাচলে অনুমতি দেওয়া হয়েছে।
দেশের সর্বত্র সামাজিক, রাজনৈতিক, খেলা, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জমায়েত-সহ বড় অনুষ্ঠানে বিধিনিষেধ থাকছে।
দেশে তুলে দেওয়া হচ্ছে নাইট কার্ফু। অর্থাৎ রাত্রিকালীন গতিবিধিতে ওপর আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।
কনটেইনমেন্ট জোন চিহ্নিতকরণ ও সে সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে জানানো হয়।
Wow, amazing blog layout! How long have you been blogging
for? you made blogging look easy. The overal look of your web site is excellent,
as welkl as the content.
Hello all, here every person is sharing such know-how, so
it’s pleasant tto read this website, and I used to go to see this website daily.
Wow, amazing blog layout! How long have you been blogging
for? you made blogging look easy. The overal look of your web site is excellent,
as welkl as the content.