আজ পতিরাম নাগরিক ও যুব সমাজের উদ্যোগে গোটা পতিরাম পঞ্চায়েতের এবং পারপতিরামের যত উপস্বাস্থ্য কেন্দ্র, রেশন দোকান, ব্যাঙ্ক,পুলিশ তদন্ত কেন্দ্র,রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটর সেন্টার, কিছু ঔষধের দোকান মিলিয়ে মোট 18টা জায়গায় (1টা বড় বালতি, 1টা মগ, 4টা অ্যান্টিসেপ্টিক সাবান)জিনিস গুলো তুলে দেওয়া হলো।সমস্ত গ্রাহক কিংবা পরিষেবা নিতে আসা মানুষরা পরিষেবা নেবার সময় যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই কারণেই এই প্রয়াস।
পতিরাম নাগরিক ও যুব সমাজ

আগামী কাল প্রায় 150 পিস (হাতে বানানো) মাস্ক বিলি করা হবে পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষ থেকে।
পতিরাম পঞ্চায়েতের এবং পারপতিরামের পুলিশ স্টাফ,স্বাস্থ্য কর্মী এবং জরুরি পরিষেবার কর্মীদের মধ্যে।