সুনিল যাদব, ছত্তিশগড় : বৃহস্পতিবার রাতে দুই পাইলট অনুশীলন শেষে হেলিকপ্টারটি অবতরণ করানোর সময় হঠাৎ সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
টুইটে দুর্ঘটনার বিবরণ দেওয়ার দেওয়ার পাশাপাশি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই পাইলোটের নাম ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পান্ডে অপরজন হলেন ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তব।
তবে পুলিশের তরফে জানানো হয় ওই হেলিকপ্টারে দুই পাইলট ছাড়া আর কোনও যাত্রী ছিলনা। ঠিক কী কারণে এভাবে হেলিকপ্টারে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে।