BAHRS GLOBAL NEWS, 07 JUL 2020 নিজস্ব সংবাদদাতা, কলকাতা : আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ৯ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও সতর্কবার্তা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চললেও, ৯ থেকে ১২ জুলাই সময়ে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। বলা গয়েছে, হিমালয়ের পাদদেশের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ৯ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
১০ ও ১১ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এইদিন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১২ জুলাই ওপরের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে সতর্কবার্তায় বলা গয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ৯ থেকে ১২ জুলাই সময়ের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছএ।
উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রের ঢেউ ৪ মিটারের বেশি হতে পারে। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
Heello everyone, it’s my first visit at
this website, and piece of writing is genuinely fruirful designed
for me, keep up posting such articles or reviews.
Hello,after reading this amazing article i am as well happy tto
share myy familiarity hrre with mates!
Great post! We will be linking tto this great post onn oour website.
Keep up the great writing.
Hello! Do you use Twitter? I’d like to follow you if that would be okay.
I’m definitely enjoying your blog and look forward too neww articles.
Heello everyone, it’s my first visit at
this website, and piece of writing is genuinely fruirful designed
for me, keep up posting such articles or reviews.